কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেশীয় অস্ত্রসহ ৫ বহিরাগত ক্যাডারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের লেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের আশপাশের চরমপন্থির সদস্য ও ছাত্রলীগের সাবেক কমিটির কয়েক নেতাকর্মীদের ছত্রছায়ায় এসব বহিরাগতরা ইবিতে ধবংসাত্মক কর্মকান্ড করে। বিশ্ববিদ্যালয়ের অতীতে বড় বড় ধ্বংসাত্মক যত বিশৃখলা হয়েছে সেসব প্রত্যেকটির পেছনেই বহিরাগতদের হাত রয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, বর্তমানে বহিরাগতদের দৌরাত্মের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীরা সবাই আতংকিত। ইবি প্রশাসনকে বেকায়দায় ফেলতে একটি মহল বহিরাগতদের দিয়ে বিভিন্ন সময়ে ধবংশাত্মক কর্মকান্ড করে চলেছেন। তবে আমরা তাদের গতিবিধি ধরতে পেরেছি। ইতোমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

আগামীতে বহিরাগতদের ঠেকাতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মাহবুবর রহমান।

(কেকে/অ/জুলাই ০৩, ২০১৪)