নিউজ ডেস্ক : বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক চৌধুরী সাব্বির ইবনে ইউসুফ (৬৩) আর নেই। বুধবার দিবাগত রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় বুধবার রাত ৩টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক আব্দুস সামাদ জানান, সিঙ্গাপুর থেকে রাত ৮টা ৩০ মিনিটে মরদেহ বাংলাদেশে পৌঁছবে।

শুক্রবার জুমার নামাজের পর ফরিদপুরে জানাজা শেষে কমলাপুরে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ জাতীয় হকি টিমের সাবেক সদস্য সাব্বির ইউসুফ ক্রীড়ায় জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তিনি বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি, ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের সাবেক সভাপতি, ফরিদপুর ডায়াবেটিক সমিতি ও মুসলিম মিশনের সহ-সভাপতি ছিলেন।

তিনি প্রয়াত রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার চতুর্থ পুত্র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ভাই।

সাব্বির ইউসুফের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।


(ওএস/অ/জুলাই ০৩, ২০১৪)