গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : বুধবার গ্রামীণ নারী উদ্যোক্তা মেলা -২০১৭ অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বেসরকারী সংস্থা সুশীলনের উদ্যোগে আয়োজন করা হয়েছে। এ মেলায় ১২টি স্টলে নারী উদ্যেক্তাদের বিভিন্ন উৎপাদিত শাক সবজি , বিভিন্ন বীজ, ফলজ ,চাড়া গাছ প্রদর্শন করা হয়। এ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌছিফ আহমেদ।

এ মেলায় উপজেলা কৃষি অফিসার মো; আবদুল মন্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বকুল বাড়িয়া ইউনিয়ণের চেয়ারম্যান আবু জাফর খান, মেকিং ওয়ার্ক ফর উইমেন প্রকল্পের সমন্বয়কারী আবদুর রাজ্জাক।

বক্তব্য দেন, প্রেস ক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়, নয়াদিগন্তের সংবাদাতা হারুন-অর-রশিদ, সাংবাদিক খালিদ হোসেন মিলটন, পানপট্টির নারী উদ্যোক্তা রশিদা বেগম, ডাকুয়ার উদ্যোক্তা কৃষক মো; মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তাগন।

উল্লেখ্য যে, সুশিলনের ম্যাক্স ওয়াশ প্রকল্প কর্মী মোঃ আশরাফুর রহমান উক্ত মেলায় ম্যাজিক প্রদর্শন করেন।

(এসডি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৭)