স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিকেটের তারকাদের মিলনমেলা আগামি শনিবার ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বসছে। প্রস্তুত লর্ডস বিশ্বের সব বাঘা বাঘা বোলার-ব্যাটসম্যান-অলরাউন্ডারদের দ্বৈরথের জন্য। ক্রিকেটের মক্কা লর্ডসের ২০০ বছর পূর্তির উদযাপনে ৫০ ওভারের এই ম্যাচের আয়োজন। একদিকে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব(এমসিসি) অন্যদিকে অবশিষ্ট বিশ্ব একাদশ।

প্রদর্শনী ম্যাচ হলেও এর উন্মাদনা ছড়াবে পুরো ক্রিকেট মহলেই। ক্রিকেট বিশ্ব ফের উপভোগ করবে শচিন-ওয়ার্ন দ্বৈরথ। শুধু শচিন-ওয়ার্ন নন। দু দলেই রয়েছে বর্তমান-সাবেক মিশ্রনে সব তারকা খেলোয়াড়। ইতিমধ্যেই লর্ডসে আসতে শুরু করেছেন গ্রেট ক্রিকেটাররা।

অবশিষ্ট বিশ্ব একাদশে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল সুযোগ পেয়েছেন। তবে তামিমকে দিয়ে ওপেন না করানোর সম্ভাবনাই বেশি। তাতেও আক্ষেপ নেই তামিমের। এমন মহাযজ্ঞে নামার সুযোগে যারপরনাই খুশি তামিম। ৫ জুলাই লর্ডসের সবুজাভ মাঠে খেলতে আগামিকাল বৃহস্পতিবার দেশ ছাড়ছেন তামিম।

ভারতের শচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন তারকাসমৃদ্ধ এমসিসি দলের হয়ে খেলবেন লারা-আজমলর- ব্রেট লি’রা।

অপরদিকে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। ওয়ার্নের দলে আছেন আফ্রিদি, যুবরাজ, শেওয়াগ, গিলক্রিস্ট,তামিমরা।

এমন গ্রেট তারকাদের মিলনমেলার ম্যাচে সাবেকরা কেমন আলো ছড়ায় তা দেখার অপেক্ষায় থাকবেন ক্রিকেটপ্রেমিরা।

প্রদর্শনী ম্যাচটি সরাসরি দেখাবে স্কাই স্পোর্টস-২।

এমসিসি একাদশ : শচিন টেন্ডুলকার (ভারত, অধিনায়ক), সাঈদ আজমল (পাকিস্তান), শিব নারায়ন চন্দরপল (উইন্ডিজ), রাহুল দ্রাবিড় (ভারত), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), উমর গুল (পাকিস্তান), ব্রায়ান লারা (উইন্ডিজ), ব্রেট লি (অস্ট্রেলিয়া), ক্রিস রিড (ইংল্যান্ড, উইকেটরক), শন টেইট (অস্ট্রেলিয়া) এবং ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)।

অবশিষ্ট বিশ্ব একাদশ : শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া, অধিনায়ক), শহিদ আফ্রিদি (পাকিস্তান), টিনো বেস্ট (উইন্ডিজ), পল কলিংউড (ইংল্যান্ড), অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া, উইকেটরক), তামিম ইকবাল (বাংলাদেশ), মুত্তিয়া মুরলিধরন (শ্রীলঙ্কা), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), বীরেন্দর শেওয়াগ (ভারত), পিটার সিডল (অস্ট্রেলিয়া) এবং যুবরাজ সিং (ভারত)।

(ওএস/পি/জুলাই ০৩,২০১৪)