অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা, জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উৎসবমূখর পরিবেশে ওই পৌরসভা ও দুই ইউনিয়নের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। নির্বাচনে বনপাড়া পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেএম জাকির হোসেন পূণরায় নির্বাচিত হয়েছেন। 

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৬৮৫ ভোট এবং প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত প্রার্থী মহুয়া নূর কচি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৫০ ভোট। জোয়াড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চাঁদ মোহাম্মদ নৌকা প্রতীকে ১২০২৬ ভোট পেয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী বিএনপি’র আকবর আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০০৭১ ভোট। মাঝগাঁও ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী প্রভাষক আ. আলীম ধানের শীষ প্রতীকে ৮২৫৬ ভোট পেয়ে প্রথম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পরািজত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আ’লীগের মো. খোকন মোল্লা (পেয়েছেন ৫৭৮৪ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (পেয়েছেন ৫৫০৭ ভোট)। পৌরসভায় ১৯৫৫২ জন ভোটারের মধ্যে ১৫৮৯৫ জন, জোয়াড়ীতে ২৮৫৫৭ এর মধ্যে ২২৫৩৩ জন ও মাঝগাঁওয়ে ২৪৩৪৩ এর মধ্যে ১৯৯৯৫ জন ভোটার ভোট দিয়েছেন। তিনিটি নির্বাচনী এলাকায় গড়ে ভোট পড়েছে ৮১%। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন বেসরকারীভাবে ফলাফল ঘোষণায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ফলাফল ঘোষণায় বিজয়ী অন্যান্যরা হলেন বনপাড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২,৩,৭ নং ওয়ার্ডে মোসা. সোনাভান, ৪,৫,৬ নং এ সমেজান বেগম ও ৮,৯,১০ নং এ শরীফুন্নেছা শিরিন। ১২ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র জটিলতার কারণে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত করায় ১১,১২,১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ফলাফল স্থগিত রেখেছেন।

সাধারণ কাউন্সিলর হিসেবে ১ থেকে ৯ নং ওয়ার্ডে যথাক্রমে আশরাফুল আলম মিঠু, আতাউর রহমান মৃধা, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, মোহাম্মদ আশরাফুল আলম, মোস্তাফিজুর রহমান মাসুদ, শহিদুল ইসলাম, বোরহানউদ্দিন ভুঁইয়া, মোহিত কুমার সরকার, নজরুল ইসলাম ও মোহাম্মাদ আলী প্রামাণিক নির্বাচিত হয়েছেন।

জোয়াড়ী ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ১,২,৩ নং ওয়ার্ডে মনোয়ারা বেগম, ৪,৫,৬ নং এ মোছা. আছিয়া, ৭,৮,৯ নং এ মমতাজ বেগম, সাধারণ সদস্য পদে ১ থেকে ৯ নং ওয়ার্ডে যথাক্রমে ফেরদৌস উল আলম, জলিল সরদার, আব্দুল ওয়াহাব, জমসেদ আলী, মো. মনিরুল, খন্দকার ওয়ালিউল ইসলাম, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, কামাল হোসাইন নির্বাচিত হয়েছেন।

মাঝগাঁও ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ১,২,৩ নং ওয়ার্ডে জাহানারা বেগম, ৪,৫,৬ নং এ সফুরা বেগম, ৭,৮,৯ এ হাফিজা বেগম এবং সাধারণ সদস্য ১ থেকে ৯ নং ওয়ার্ডে যথাক্রমে ইদ্রিস আলী, আবুল কালাম আজাদ, মোস্তাক আহমেদ, আনোয়ারুল ইসলাম, বাবুল হোসেন, মফিজুল ইসলাম, আব্দুল জব্বার মোল্লা, মোক্তার হোসেন, মাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

(এডিকে/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৭)