স্টাফ রিপোর্টার, ঢাকা : জাতীয় প্রেসক্লাবের ৬০ বছর (হিরক জয়ন্তী) পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে ৭ দিনব্যাপী বই উৎসব। আগামীকাল রবিবার থেকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ বইমেলা অনুষ্ঠিত হবে।

রবিবার বিকাল ৫টায় বইমেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
মেলায় বাংলা একাডেমি, আগামী প্রকাশনী, অনন্যা প্রকাশনীসহ ৪০টি প্রকাশনীর অংশ নেবে। মেলায় আগত সাংবাদিক ও শিক্ষার্থীরা প্রতিটি বইয়ের ওপর ৩০ শতাংশ ছাড় পাবেন। সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র দেখাতে হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
আগামী ১৯ এপ্রিল বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।

(ওএস/এএস/এপ্রিল ১২, ২০১৪)