কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুরে বিএনপি সমর্থকদের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিহত আওয়ামী লীগ কর্মী মামুন গাজীর সমর্থকরা।

এলাকাবাসী জানান, নিহত আওয়ামী লীগ কর্মী মামুন গাজীর সমর্থকরা একজোট হয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি কর্মী জিহাদ আলী, তার ভাই মুকাদ্দেস আলীসহ অন্যদের চারটি বসত বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় ১২টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গেলে বিক্ষুব্ধদের বাধার মুখে পড়ে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আক্তার হোসেন জানান, পুলিশ মামুন গাজী হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। বাকি আসামিদের ধরতে কাজ করছে।

গত ৩০ জুন গভীররাতে নিজ ঘরে দুর্বৃত্তদের হাতে খুন হন আওয়ামী লীগ কর্মী মামুন গাজী।

(ওএস/এস/জুলাই ০৩ ২০১৪)