রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বীর মুক্তিযোদ্ধার নাতি জীবন চন্দ্র মহন্ত এবারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জিএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। 

তার পিতা প্রদীপ চন্দ্র মহন্ত একজন চায়ের দোকানের কর্মচারী। মাতা অঞ্জনা রানী একজন গৃহিনী। বাবার সামান্য উপার্জনের টাকা দিয়ে অনেক চড়াই-উৎরাই করে পড়াশুনা চালিয়ে আসছে জীবন মহন্ত। ঠাকুর দাদা সুধীর চন্দ্র মহন্ত বীর মুক্তিযোদ্ধা হয়েও সংসারের উন্নতি করতে পারেনি। অসহায় পরিবারের হয়েও তার পড়াশুনায় উদ্যম থেমে থাকেনি।

তার সফলতা হিসেবে এবারের জিএসসি পরীক্ষায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সে জিপিএ-৫ পেয়েছে। তার বাড়ী উপজেলার চাকিরপশার তালুক(দাসপাড়া) গ্রামে। কিন্তু সে কি তার এ উদ্যম চালিয়ে যেতে পারবে? সে পড়াশুনার মধ্য দিয়ে ভবিষ্যতে সরকারী চাকুরি করে অসচ্ছল পিতা-মাতার মুখ উজ্বল করতে চায়।জীবন মহন্তু জিপিএ-৫ লাভ করায় তার বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা তার সর্বাঙ্গিন কামনা করেছেন।

(পিএমএস/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৭)