গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জেএসসি ও পিএসসিতে ৫৫৭জন জিপিএ-৫ পেয়েছে। জেএসসিতে উপজেলার ৩৭টি উচ্চ বিদ্যালয়ে ২৭৭জন ও ১৭টি মাদরাসার মধ্যে শুধুমাত্র শ্যামগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসার ২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ৫১জন, আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৯জন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২৫জন, সিধলা নিন্মমাধ্যমিক বিদ্যালয়ে ২৫জন, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৮জন, নজরুল ইসলাম সরকার নিন্মমাধ্যমিক বিদ্যালয়ে ১৫জন, নহাটা উচ্চ বিদ্যালয়ে ১৪জনসহ ২৭৬জন জিপিএ-৫ পেয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম জানান, উপজেলায় পাশের হার ৭৪.১৬। এ উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৫হাজার ৬৪৯জন অংশ নেয়। তাদের মধ্যে ৪হাজার ২৩১জন কৃতকার্য হয়। গৌরীপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ পেয়েছে ২৭৮জন। এবার পাসের হার ৮৭.৭৭। উপজেলা ১৩৬টি সরকারি, ৩টি কমিউনিটি ও কিন্ডারগার্টেনের মোট ৭হাজার ৯শ ৬৪জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭৮জন ।

এবতেদায়ী মাদরাসার ২৩৭জন বালক ও ২০২জন বালিকার মধ্যে ৪জন বালক জিপিএ-৫ পেয়েছে। সমগ্র উপজেলায় ২৮টি জিপিএ-৫ পেয়ে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান, ২০জন জিপিএ-৫ দ্বিতীয় স্থানে রয়েছে সরযূবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১জন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ জানান, উপজেলায় ৭হাজার ৯৬৪জন ছাত্রছাত্রীর মধ্যে ৬হাজার ৫৯৩জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৮৭.৭৭। পরীক্ষার হলে অনুপস্থিত ৪৫৭জন, অকৃতকার্য হয়েছে ৯১৬জন।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৭)