চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রস্তুতিকালে পুলিশি হামলায় তা পন্ড হয়ে গিয়েছে। এতে জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমানসহ কমপক্ষে চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে পুলিশি হামলায় অন্তত অর্ধশতাধিক নেতাকর্মি আহত হয়েছে বলে বিএনপি নেতারা দাবী করেছেন।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা জানান, বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের নেতাকর্মিরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের করার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় পুলিশ বিনা উষ্কানিতে ছাত্রদল নেতাকর্মিদের উপর হামলা করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, ছাত্রদলের নেতাকর্মিরা পুলিশের বিরুদ্ধে উষ্কানিমূলক স্লোগান দিচ্ছিলো। পুলিশ তাদের বাধা দিতে গেলে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এতে দু’একজন আহত হতে পারে।

(টিটি/এসপি/জানুয়ারি ০১, ২০১৮)