সিলেট প্রতিনিধি : সিলেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবুল হাসনাত শিমুল (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালি বের করে। এ সময় ছাত্রদলের ঈদগাহ গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শিমুলকে ছুরিকাঘাত করা হয়। ওসমানী হাসপাতালে নেয়ার পর বিকেল পৌনে ৫টায় শিমুল মারা যান। নিহত শিমুল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল আরেফিন জিল্লুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একাধিক ছাত্রদল নেতা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট নগরের কোর্ট পয়েন্ট থেকে র‌্যালি বের করে ছাত্রদল। এ সময় সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় ছাত্রদল নেতা শিমুলের বুকে ছুরিকাঘাত করা হয়। পরে অন্যান্য ছাত্রদল নেতাকর্মীরা তাকে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে যান।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, শিমুল দলীয় কোন্দলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ০১, ২০১৮)