ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভা যাত্রা পন্ড ও মঞ্চ ভাংচুরের অভিযোগ উঠেছে । এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ ১৫জন আহত হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপি। এ ঘটনায় আটক হয়েছে ৫জন।

সোমবার দুপুরে ( ২টায় ) জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতা কর্মীরা দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধাঁ দেয়। এসময় পুলিশের বাঁধার কারণে নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ও শোভা যাত্রা পন্ড হয়ে যায়।

বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসনের লোকজন এসে মঞ্চ ভাংচুর করেছে।

অন্যদিকে পুলিশের দাবি, শর্তভঙ্গ করে ছাত্রদল রাস্তায় বেরিকেড দিয়ে মিছিল বের করার চেষ্টা করে।

নাশকতাসহ আইনশৃংখলার অবনতির আশংকায় তাদের সরে যেতে বলা হয়েছে। তবে মঞ্চ ভাংচুর বা সভা পন্ড করার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন পুলিশ সুপার ফারহাত আহমেদ।

(এফআইআর/এসপি/জানুয়ারি ০১, ২০১৮)