পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বর্তমান সরকার দেশকে কোথায় এগিয়ে নিয়ে এসেছে একবার ভেবে দেখুন। বিএনপি-জামাত ধ্বংস চালাচ্ছে। আপনারা চোখে দেখেছেন তাদের তান্ডব। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে ওরা। আবার বলছে তাদের সাথে আলোচনায় বসতে। কাদের সাথে আলোচনা। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে? বেগম খালেদা জিয়া আর তার ছেলে তারেক রহমান দেশের অর্থ পাচপরকারী। তার গুনোধর ছেলে বিদেশের আদালতে চোর প্রমানিত হয়েছে। একথা আমি বলছিনা। তারা স্বীকৃত চোর। তাদের পাচারকরা টাকার আংশিক শেখ হাসিনার সরকার ইতিমধ্যেই ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। পর্যায়ক্রমে আরও আনার প্রক্রিয়া চলছে। শেখ হাসিানা এবং তার সন্তানেরা আমাদের জন্য আদর্শ। তাদের পরিবারকে ধারন করুন। মেধা দিয়ে দেশকে তারা দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করুন। তাকে বাচিয়ে রাখতে হবে। বিএনপি এবং জামাত এই অশুভ শক্তির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। খুনী জিয়া পরিবার দেশের জন্য আজ অভিশাপ।

পাথরঘাটায় সেচ্ছাসেবকলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বললেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব এড.মোল্লা মো.কাওসার।

সোমবার রাত ৮টায় তিনি পাথরঘাটা পৌরশহরের টার্নিংপয়েন্ট খাসকাচারীমাঠে আয়োজিত উপজেলা সেচ্ছাসেবকলীগের কর্মীসভায় স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

দলের কেন্দ্রীয় কমিটির সফর সঙ্গীদের নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা এবং বরগুনা হয়ে সোমবার রাতে এই কর্মীসমাবেশে যোগদেন তিনি।

পাথরঘাটা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌরকাউন্সিলর আবুবকর সিদ্দিক মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ পরিবারের সন্তান রফিকুল ইসলাম রিপন,পৌরমেয়র আনোয়ার হোসেন আকন,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন,উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান সোহাগ,তরুণ আ.লীগ নেতা এড.আব্দুর রহমান জুয়েল সহ বরগুনা জেলা ও উপজেলা চ্ছোসেবকলীগ,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, দক্ষিনাঞ্চলে সফর শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে সেচ্ছাসেবকলীগের নিষ্কৃয় কমিটিগুলোকে সক্রিয় করতে কাজ করে যাচ্ছি। আমাদের কর্মীরা কলংকমুক্ত। আমরা দলের প্রথম স্থানে থাকব কর্মের মধ্যদিয়ে। সমাবেশে দলের সাধারন সম্পাদক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যশোরের একটি সভায় যোগ দিতে গিয়ে এখানে যোগ দিতে নাপারায় দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রধান অতিথি কর্মীসভায় মানুষের ঢল দেখে মুগ্ধ হয়ে বলেন, শেখ হাসিনার রাজনীতিকে মানুষ কতটা ভালবাসেন তার প্রমান আজকের এইকর্মীসভা। নির্ধারিত কর্মীসভা শেষপর্যন্ত আর কর্মীসভায় সীমাবদ্ধ ছিলনা। মহাসমাবেশে রূপান্তরিত হয়েছিল সোমবারের রাতের খাসকাচারী মাঠ। সবশেষে রাতে ব্যান্ড দলের কনসাটের্র মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপন ঘটে।

(এটি/এসপি/জানুয়ারি ০২, ২০১৭)