বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : ‘খুঁজছে তোমায়-নন্দিত বাউফল’ শিরোনামে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধা মঞ্চে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী সহ-শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আজ মঙ্গলবার সকালে আরম্ভরপূর্ণ ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, উপজেলা পরিষদের আয়োজনে টানা সপ্তাহ ব্যাপি এই অনুষ্ঠানের ০৭ জানুয়ারী উপজেলা পর্যায়ের চুরান্ত পর্ব শেষে ২০ জানুয়ারী সমাপণী ও পুরস্কার বিতরণ করা হবে। চারটি ভ্যানু থেকে উঠে আসা উপজেলার ৬৭টি হাই স্কুল ও ৬০টি মাদ্রাসা শিক্ষার্থীদের অংশ গ্রহনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন অনুকরণে বক্তৃতা, লোক নিত্য, উচ্চাঙ্গ নিত্য, কৌতুক, অভিনয়, দেশাত্ববোধক গানসহ বাউফলের গ্রামীন কৃষ্টি-কালচার ও ঐতিয্য তুলে ধরে প্রতিযোগিতার ২৯টি ইভেন্টে অংশ নেবে কয়েকশ’ শিক্ষার্র্থী । এদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করা হবে মোট ৩০৪ জনকে।

উপজেলা নির্বাহি কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন কালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মোশারফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.
শামসুল আলম মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামি ২০ জানুয়ারী একই স্থানে প্রতিযোগিতার চুরান্ত ফলাফল ঘোষণা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণের কথা রয়েছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, ‘ ব্যাতিক্রমি এ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ইতিহাস, ঐতিয্য, সংস্কৃতি, কৃষ্টি-কালচার তুলে ধরাসহ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে ও সারা দেশে মডেল হিসেবে স্থান পাবে অনুষ্ঠানটি ।’

(এমএবি/এসপি/জানুয়ারি ০২, ২০১৭)