স্টাফ রিপোর্টার : তথ্য বিভ্রান্তির কারণে ৩৬তম বিসিএস পরীক্ষায় স্থগিত হওয়া ২০ প্রার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। কমিটির কাছে প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দেয়ায় স্থগিত হওয়া ফল বৃহস্পতিবার প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্রে ভুল ধরা পরায় ৩৬তম বিসিএস পরীক্ষার ২০ প্রার্থীর চূড়ান্ত ফলাফল স্থগিত রাখা হয়। পরে এসব প্রার্থীকে পুনরায় কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র দেয়ার নির্দেশ দেয়া হয়। কাগজপত্র জমা দেয়ায় স্থগিত হওয়া প্রার্থীদের চূড়ান্ত ফল অস্থায়ীভাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয় পিএসসি।

এসব প্রার্থীদের মধ্যে রয়েছেন- প্রশাসন ক্যাডারে আটজন, তথ্য ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে তিনজন ও কর ক্যাডারে একজন। এছাড়াও টেকনিক্যাল ক্যাডারের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে দুইজন ও শিক্ষা ক্যাডারে পাঁচজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনরায় জমা দেয়া কাগজপত্রে কোনো ধরনের ঘাটতি বা দুর্নীতি কিংবা জালিয়াতি ধরা পড়লে এসব সুপারিশ বাতিল বলে গণ্য হবে। এছাড়াও জালিয়াতির আশ্রয় নেয়া প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হতে পারে। এসব প্রার্থীর দেয়া সকল ডকুমেন্ট যাচাই-প্রমাণের পর নিয়োগ দেয়া হবে। চাকরি পাওয়ার পরে কোনো ধরনের জালিয়াতি ধরা পড়লে তার বিরুদ্ধে চাকরিচ্যুত ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ফলাফল জানতে ক্লিক করুন

(ওএস/এসপি/জানুয়ারি ০৪, ২০১৮)