কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় ডাকাত ও পুলিশের বন্দুকযুদ্ধের সময় ডাকাতের গুলিতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হওয়ার ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ডাকতরা হলেন- উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী এলাকার মনজুর আলম (২৬), নুরুল আলম (২৫) ও রহমত উল্লাহ (২৫)।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নন্দাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা ওই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রামু থানায় আরো ১০টি ডাকাতি মামলা রয়েছে।

সম্প্রতি রামু রাবার বাগান এলাকায় ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধের ঘটনায় এক ডাকাত নিহত হয়। ডাকাতের গুলিতে গুরুতর আহত হন রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিল্টন দে ।


(ওএস/এইচআর/জুলাই ০৪, ২০১৪)