নতুন বই


শিশু-কিশোর হাতে পেয়ে
নতুন নতুন বই
আনন্দে সব আত্মহারা
মুখে হাসির খই!

ঝলমলে বই হাতে পেয়ে
খুশিতে নাচছে মন
নতুন বই পড়বে সবাই
করছে আবার পণ!

নতুন বইয়ে নতুন লেখা
আহারে কি গন্ধ
নতুন বই হাতে পেয়ে
সবার মুখে ছন্দ!