চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় কোর্ট হাজত থেকে আসামি পালানোর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে পুলিশের এক এটিএসআইসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে ওই চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ ফারুক হোসেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, কোর্টহাজতের এটিএসআই ইছাহাক আলি, কনস্টেবল আজিজুল হক, কন: তৌহিদুল ইসলাম ও কন: শাহীন মিয়া।

বরখাস্ত হওয়ার পর বৃহস্পতিবার রাত ১১টায় তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, কোর্ট হাজত থেকে চিহ্নিত আসামির পালানোর ঘটনায় পুলিশের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশের কতর্ব্যে অবহেলার বিষয়টি তদন্ত রির্পোটে উঠে এসেছে। এই কারণে উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গতঃ গত মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের কোর্ট হাজতের টয়লেটের জানালার রড কেটে শাহীন নামে এক আসামি পালিয়ে যায়। বিষয়টি পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরদিন বুধবার ফাঁস হয়ে যায়।

এ ঘটনার পর কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ ফারুক হোসেনকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে গঠিত তদন্ত কমিটি পুলিশ সুপারের কাছে তদন্ত রির্পোট জমা দেন। ওই রির্পোটে আসামি পালানোর ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কর্তব্যে অবহেলার বিষয়টি উঠে আসে। এরপর পুলিশ সুপার ওই চার পুলিশ সদস্যের ব্যাপারে ব্যবস্থা নেন।

(ওএস/এইচআর/জুলাই ০৪, ২০১৪)