রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলায় পাঁচ শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, পাঁচটি পেট্রোল বোমা, তিনটি ককটেল ও তিনটি জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

তালা উপজেলার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে গত বুধবার ভোরে গোপন বৈকঠকালে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবি।

পুলিশের দাবি, এ অভিযানে শিবির ক্যাডারদের বোমা হামলায় তালা থানার উপপরিদর্শক মিজানুর রহমান মিজান,সহকারি উপপরিদর্শক মাহফুজ ও সহকারি উপপরিদর্শক রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, তালা উপজেলার দোহার গ্রামের মোসলেম সরদারের ছেলে ইনামুল সরদার, শাহজাতপুর গ্রামের শাহাজান খানের ছেলে হাবিবুর রহমান খান, শুভংকরকাটি গ্রামের রহিম শেখের ছেলে মহাসিন শেখ, শ্রীমন্তকাটি গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে সুজন মোড়ল ও উত্তর নলতা গ্রামের শেখ আসাদুজ্জামানের ছেলে আনোয়ার হোসেন সাগর।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে বিষয়টি বলেন, তালা উপজেলার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার পশ্চিম পাশের একটি টিন শেডের ঘরে শিবিরের গোপন বৈঠক চলছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির ক্যাডাররা বোমা নিক্ষেপ করে। এতে তালা থানার একজন উপপরিদর্শক ও দুইজন সহকারি উপপরিদর্শক আহত হন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, পাঁচটি পেট্রোল বোমা, তিনটি ককটেল ও তিনটি জিহাদী বইসহ পাঁচ শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের নামে নাশকতা সৃষ্টি, পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আহত তিন পুলিশ সদস্যদের মধ্যে উপপরিদর্শক মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

(আরকে/এসপি/জানুয়ারি ০৪, ২০১৮)