পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৬নং কাকচিড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদ সিকদার(৫৫) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার ঢাকার জাপান-বাংলাদেশ হাসপাতালে মারাযান তিনি।

গত ১৫ডিসেম্বর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে বিএনপির কমিটি গঠন নিয়ে এক সংঘর্ষে প্রতিপক্ষের হামালায় মারাত্মক আহত হন তিনি। ওই ঘটনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় আজ তিনি মারাগেছেন বলে জানা গেছে।

মৃত বশিরের ছেলে ছাকিবুর রহমান জয় বাদী হয়ে ১২ জনকে আসামী করে পাথরঘাটা থানায় ১টি মামলা করেছেন ।

একটি সূত্রের দাবি, দলীয় প্রতিপক্ষ রাজা জোমাদ্দার ও আলমগীর পহলান সমর্থিত গ্রুপ হামলা করে বশির শিকদারের উপরে। ওই হামলায় তিনি মারাত্মক আহত হন বলে দাবী পরিবারের সদস্যদের।

ঢাকায় বশিরের ময়নাতদন্তশেষে পুলিশ পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর প্রকৃয়া শেষে আগামীকাল শুক্রবার কাকচিড়ায় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো.ফখরুল ঘটনা নিশ্চিত করে বলেন, ১জানুয়ারী সোমবার ১২ জন আসামী করে মৃত বশিরের ছেলে জয় মামলাটি দায়ের করেন। ঘটনা তদন্তে কাজ করছি আমরা।

(এটি/এসপি/জানুয়ারি ০৪, ২০১৮)