আন্তর্জাতিক ডেস্ক : পশুখাদ্য ক্রয় প্রকল্পে দুর্নীতির দায়ে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) বিশেষ আদালতের বিচারক শিবপাল সিং এ সাজা ঘোষণা করেন।

গত ২৩ ডিসেম্বর এই বিশেষ আদালত দোষীসাব্যস্ত করেন লালুকে। তারপর থেকে রাঁচির বিরসা মুন্ড কারাগারে বন্দি রয়েছেন লালুপ্রসাদ।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, টানা দু’দিন লালুকে আদালতে তোলার পর শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা ঘোষণা করেন বিচারক।

(ওএস/এসপি/জানুয়ারি ০৬, ২০১৮)