ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর রুহিয়া থানা এলাকায় ৫টি স্থানে বিএনপি ও স্বেচ্ছাসেবকলীগ একইদিন একইস্থানে সমাবেশ ডাকায় আইনশৃংখলা পরিস্থিতির অবনিতির আশংকায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসলাম মোল্লা শনিবার সকালে উক্ত আদেশ জারি করেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে , শনিবার দুপুরে (সাড়ে ১২ টায়) রুহিয়া থানার অন্তর্গত ঢোলারহাট বাজার ,রুহিয়া চৌরাস্তা, রুহিয়া রামনাথহাট, আখানগর ভেলারহাট, ও রাজাগাও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পথসভায় বক্তব্য দেওয়ার কথা।

যথারীতি বিএনপি ওইসব স্থানে পথসভা করার জন্য সকল থেকে প্রস্তুতি নেয়। এদিকে জেলা স্বেচ্ছাসেবকলীগ একইদিন ওইসব স্থানে পাল্টা সমাবেশ আহবান করে। এতে আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় জেলা প্রশাসন শনিবার সকাল থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত উল্লেখিত স্থানে মিটিং সমাবেশের উপর ১৪৪ ধারা জারি করে । সেই সাথে রুহিয়া থানা পুলিশ সেখানে অপ্রীতিকর ঘটনা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

এরই প্রতিবাদে দুপরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার বিএনপির জনসংযোগে ঈর্ষান্বিত হয়ে একই স্থানে সমাবেশ ডেকে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে চলেছে।

(এফআইআর/এসপি/জানুয়ারি ০৬, ২০১৮)