স্টাফ রিপোর্টার : আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেশের সেরা শিল্প প্রতিষ্ঠানের অন্যতম হক গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের পক্ষে গতকাল শনিবার সারাদিন ঢাকা উত্তরের অন্তত ২০টি এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়। উত্তরা, বাড্ডা, কুড়িল, রামপুরা, মহাখালি, বানিজ্য মেলা, মিরপুর, ভাসানটেক, শ্যামলী, মিরপুর চিড়িয়াখানা, গাবতলিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাঁতিলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী। গণসংযোগের সময় সর্বত্র তমিজি হকের সমর্থনে প্রচারপত্র বিলি করা হয়।

গণসংযোগ কালে তমিজি হকের পক্ষে বেশ কয়েকটি পথসভা করা হয়। পথসভা থেকে ঢাকা উত্তরের মেয়র পদের উপনির্বাচনে আদম তমিজি হককে মনোনয়ন দিতে শেখ হাসিনা ও আওয়ামীলীগের প্রতি আবেদন জানানো হয়।

আসন্ন উপনির্বাচন নিয়ে উত্তরাধিকার ৭১ নিউজের প্রতিবেদকের সঙ্গে আলাপ হয় দেশের সফল শিল্পপতি ও তরুণ আওয়ামীলীগ নেতা আদম তমিজি হকের। আলাপকালে আওয়ামীলীগের তরুণ নেতা, সফল ব্যবসায়ী ও বঙ্গবন্ধু ভক্ত আদম তমিজি হক সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তথা আওয়ামীলীগ মেয়র পদে আমাকে মনোনয়ন দিলে ও ঢাকা উত্তরের সম্মানিত ভোটাররা আমার ওপর আস্থা রাখলে আমি অবশ্যই আনিসুল হকের স্বপ্ন পূরণে কাজ করে যাবো। তিনি আরও বলেন, আওয়ামীলীগের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হয়েছি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতেই। সেই সঙ্গে তিনি উত্তরাধিকার ৭১ নিউজের মাধ্যমে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দেন, সকলকে সঙ্গে নিয়ে ঢাকাকে আমি বাসযোগ্যই শুধু নয়, সুন্দর ও দর্শনীয় নগরীতে রূপান্তরিত করবো। তিনি তরুণ প্রজন্মকে সবচেয়ে সম্ভাবনাময় শক্তি আখ্যা দিয়ে বলেন, শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন কাজকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাবো। একদিন আমরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো।

(পিএস/অ/জানুয়ারি ০৭, ২০১৮)