শৈত্য প্রবাহ

প্রকৃতি আজ ঢাকা পরেছে
ঘনঘটা কুয়াশায়
সব কিছু যেন আবছা আর আবছা।

পাখির কলকাকলি থেমে গেছে
থেমে গেছে কৃষাণের মাঠের মায়া
রাত থেকে ভোর,ভোর থেকে রাত
প্রকৃতিজুড়ে শুধু তুষার আর শিশির
একনাগারে খেলে যাচ্ছে।

জনজীবন আজ শীতের কবলে
একেবারে আটকে গেছে
পথ-ঘাট-প্রান্তর ভেজা আর ভেজা
দুর্বাঘাসের উপর ঘনকুয়াশার মৃদু হাসি।

গোয়ালের গরু,খোয়ারের ছাগল-ভেড়া
লোমগুলো খাড়া করে চুপ মেরে
দাড়িয়ে আছে।

আজ মাঠ-ঘাট প্রান্তরজুড়ে
নেই কোন পথিক
ঘন কুয়াশায় চোখজুড়ে মিলছে
না কোনো পথ
ঘনঘটা কুয়াশায় প্রকৃতি যেন
আবছা আর আবছা।