গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের ২০জন সদস্যের মাঝে সোলার প্যানেল সেট উপহার প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ সামীউল আলম লিটন।

সাংবাদিকদের পক্ষে সোলার প্যানেল গ্রহণ করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি বেগ ফারুক আহাম্মেদ ও সাধারণ স¤পাদক মশিউর রহমান কাউসার।

তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, বর্তমান সরকারের যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের ধারাবাহিকতায় আপনাদেরও এগিয়ে আসতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনা করে উন্নয়নের প্রকৃত চিত্র মানুষের কাছে তোলে ধরতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোলমডেল। নববর্ষ ও নূতন কমিটির দায়িত্বভার গ্রহণের এই দিনে প্রেসকাবের সকল সদস্যদের জন্য তাঁর এ ক্ষুদ্র উপহার।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। সোমবার (১ জানুয়ারি) প্রেসকাবের ৩৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক ডক্টর সামীউল আলম লিটন, মোর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম মুহাম্মদ আজাদ, গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মদ, প্রেসকাবের নবনির্বাচিত সভাপতি ম. নূরুল ইসলাম, সাধারণ স¤পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, অধ্যাপক কাজী এমএ মোনায়েম, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, এডভোকেট জসীম উদ্দিন, কমল সরকার, ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাধারণ স¤পাদক আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন, আলী হায়দার রবিন, আজম জহিরুল ইসলাম, সহস¤পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাংবাদিক তিলক রায় টুলু, শামীম খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল গফুর, পৌর কাউন্সিলার মোফাজ্জল হোসেন খান প্রমুখ।

(এসআইএম/এসপি/জানুয়ারি ০৭, ২০১৮)