পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : জলদস্যুদের আস্থানা থেকে মুক্তি পেলো বরগুনার ১৭ জেলে। তবে মুক্তিপন হিসাবে গুনতে হল ৭ লাখ টাকা।জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজ বিকালে এখবরটি  নিশ্চিত করেন। 

তিনি জানান, বঙ্গেপসাগরের সোনারচর এলাকা থেকে দক্ষিন বঙ্গোপসাগরে মাছধরারত একটি ট্রলারে হামলা চালিয়ে গত ৫ জানুয়ারী ট্রলার সহ ১৭ জেলেকে অপহরন করে অস্ত্রধারী দস্যুবাহিনী। অপহরনের সময় তারা নিজেদেরকে সুন্দরবনের জলদস্যু হাসান বাহিনীর লোক হিসাবে পরিচয় দেয় বলেও মিঃ চৌধুরী আমাদের এপ্রতিনিধিকে জানান।

ওই ট্রলারের মাঝী মিজান, জামাল, রাসেল, ফোরকান, কামাল সহ ১৭ জেলের বাড়ি বরগুনার বিভিন্ন স্থানে বলে জানাগেছে।

ট্রলাার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ভোরের কাগজকে বলেন, র‌্যাব সহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর জোড়ালো তৎপরতার কারনে জলদস্যুরা দ্রুত জেলেদের মুক্তি দিতে বাধ্য হয়।

(এটি/এসপি/জানুয়ারি ০৮, ২০১৮)