ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল ও ট্রাক চালকসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মেহেরাবাড়ি স্থানে  দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যবসায়ি মনিরুল ইসলামের (২৪) বাড়ি ফুলপুর উপজেলার শ্যামপুর গ্রামে। অপর দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম জানান, চালকসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুই ব্যবসায়িকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপর দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ইমাদপুরে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ফুলপুর থানার এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহত তিন পুলিশকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ফুলপুর থানার একদল পুলিশ ঢাকার তেজগাঁও শিল্প এলাকা থেকে শহীদ মিয়া (৪৫) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করে মাইক্রোবাসে ফুলপুর ফিরছিল। মাইক্রোবাসটি ফুলপুর উপজেলা ইমাদপুরে পৌঁছলে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা সার্ভিসের যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালক আনোয়ারুল ইসলাম (৩০) ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরোহী ফুলপুর থানার এসআই হাবিবুর রহমান, কনস্টেবল এনামুল হক, আব্দুর রাজ্জাক, ছাবেদ আলী, নবেদ আলী, হেলপার মোরশেদ আলী, মাজহারুল ইসলাম, শুভ আহমেদ ও আসামি শহীদ মিয়া আহত হন।

তাদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে কনস্টেবল আবদুর রাজ্জাক মারা যান। তার বাড়ি জামালপুরে। নিহত মাইক্রোবাস চালক আনোয়ারুল ইসলাম ইমাদপুর গ্রামের কছিম উদ্দিনের ছেলে।

(এসআইএস/জেএ/জুলাই ০৪, ২০১৪)