সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী সান্দিকোনা স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় আনুষ্ঠানিক ভাবে দেশরত্ন শেখ হাসিনার জন্য নৌকা মার্কায় ভোট চাইবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নব্বই’র গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল। 

ঐতিহ্যবাহী সান্দিকোনা গ্রামের উকিল বাড়ীতেই তার জন্ম। আর যে স্থানে ১১ জানুয়ারি জনসভাটি অনুষ্ঠিত হবে ‘সান্দিকোনা স্কুল এন্ড কলেজ’ এই প্রতিষ্ঠানটি অসীম কুমার উকিলের পূর্ব পুরুষদের হাতেই গড়া বলে জানান স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৯, নেত্রকোনা-৩, কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন চাইবেন তিনি। দলের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতিমধ্যে অসীম কুমার উকিল তার স্ত্রী বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিলসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় নৌকার গণজোয়ার গড়ে তুলতে পথসভা, উঠোন বৈঠক, গণসংযোগ, জনসভা ও তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করে দলের নেতাকর্মী ও সমর্থকদের জাগিয়ে তুলছেন।

প্রতিটি সভা সমাবেশেই তারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতে জোর দাবী জানিয়ে আসছেন। সান্দিকোনার জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চাইবেন। একই সঙ্গে তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নৌকার ভোট বাড়াতে আগামী দিনের দিক নির্দেশনা ও পরামর্শ দেবেন তৃণমূল নেতাকর্মীদের।

সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, মিডিয়া মুখ বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গীতিকার মো: নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আলম মো: জাহাঙ্গীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা ও কেন্দুয়া পৌরসভা মেয়র বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মো: আসাদুল হক ভূঞা। সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের সঞ্চালনায় এ জনসভায় আরও বক্তব্য রাখবেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীঁলীগ, যুব মহিলালীগ ও সুশীল সমাজের নেতাকর্মীরা।

(এসবি/এসপি/জানুয়ারি ০৯, ২০১৮)