রাজবাড়ী প্রতিনিধি : উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজবাড়ীতে উন্নয়ন মেলা শুরু হয়েছে।

১১ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে ৩দিন ব্যাপী আনন্দ শোভাযাত্রার শুরু হয়। এরপর রাজবাড়ী শহীদ খুশি রেলমাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়না উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

উদ্বোধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান, উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।

তিনদিন ব্যাপী উন্নয়ন মেলায় সরকারী-বেসরকারী সংস্থার ৮৭ টি স্টল অংশগ্রহণ করে।

(ডিবি/এসপি/জানুয়ারি ১১, ২০১৮)