স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীত শিল্পী এবং সুরকার শাফিন আহমেদ। ডিএনসিসির উপ-নির্বাচনের লড়বেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মেয়র প্রার্থী হিসেবে তিনি এ মনোনয়নপত্র নিলেন।

এসময় শাফিন আহমেদ নির্বাচনে সেনাবাহিনী দাবি করে বলেন, আমি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করছি। লেভেল প্লেইং ফিল্ড চাই। নির্বাচনে যেন অবৈধ অস্ত্রের লক্ষণ যেন দেখা না যায়। নির্বাচনের আগে যেন অস্ত্র উদ্ধার করা হয়।

নির্বাচন কমিশন যেন সঠিক বিধিমালা পালন করেন। অর্থের প্রভাব যেন কেউ না খাটাতে পারে তার জন্যও ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।

(ওএস/এসপি/জানুয়ারি ১১, ২০১৮)