স্পোর্টস ডেস্ক : কোপা ডেল রের দ্বিতীয় পর্বে নুমানসিয়ার মত দলের সঙ্গেও ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ড্র করার পরও গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে লজ ব্লাঙ্কোজরা। নুমানসিয়ার সঙ্গে ড্র করার পরই জিদান ঘোষণা দিয়েছেন, তার সঙ্গে ২০২০ পর্যন্ত চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। তবে তিনি জানিয়ে দিয়েছেন, ‘চুক্তি কোনো বিষয়ই না। আমি ম্যাচ বাই ম্যাচ, বছর বাই বছর এগুতে চাই। আমরা কেমন, সেটা এক মৌসুম দিয়ে বিবেচনার বিষয় নয়। আমি দুই কিংবা তিন বছর সময়ের বিষয় নিয়ে চিন্তা করছি না। এমনকি সেটা এই বছরও হতে পারে।’

রিয়াল মাদ্রিদের ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মেজাজ-মর্জি সম্পর্কে ভালোই জানা জিদানের। এ কারণেই তিনি চুক্তির বিষয়টাকে ‘নাথিং’ বলে কম গুরুত্বপূর্ণ করে দিলেন। ইতিমধ্যেই স্প্যানিশ মিডিয়ায় জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে, নুমানসিয়ার বিপক্ষে ড্র করার পরই জিদানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রিয়াল প্রেসিডেন্ট পেরেজ। এমনিতেই তো মৌসুমের অর্ধেক শেষ হওয়ার আগেই লা লিগায় ১৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। অবস্থান চার নম্বরে।

তবে এখনই নয়, জিদান থাকছেন পুরো মৌসুম। আগামী মৌসুমেই হয়তো বার্নাব্যুর ডাগ আউটে দেখা যাবে নতুন কাউকে। তিনি কে হতে পারেন! এখনই জানিয়ে দিচ্ছে স্প্যানিশ মিডিয়া। তিনি হতে পারেন জোয়াকিম লো। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কোচ তিনি। আগামী বিশ্বকাপেও জার্মানদের ডাগআউটে দাঁড়াবেন। রিয়াল পরিকল্পনা করছে, বিশ্বকাপের পরই যে মৌসুম শুরু হতে যাচ্ছে, তখন থেকেই লো থাকবেন তাদের কোচ। এবং তারা আশাবাদীও, লো তাদের প্রস্তাব গ্রহণ করবেন।

স্প্যানিশ পত্রিকা স্পোর্ট জানিয়েছে এই খবর। তাদের বরাত দিয়ে ইউরোপের প্রথম সারির মিডিয়াগুলোতেও ছড়িয়ে পড়েছে, জিদানকে বরখাস্ত করছে রিয়াল মাদ্রিদ। এসব সংবাদ দেখে এবং জিদানের বক্তব্য শুনে রিয়ালের সাবেক অধিনায়ক ফার্নান্দো হিয়েরো খুব অবাক। তিনি বিশ্বাসই করতে পারছেন না জিদানকে বরখাস্ত করার চিন্তা করতে পারে রিয়াল।

সব চিন্তা-ভাবনা করে হিয়েরো রিয়ালের প্রতি আহ্বান জানান, ‘ধৈয্য হারা না হয়ে আরও সহসশীল হওয়ার।’ হিয়েরো মনে করিয়ে দিচ্ছেন, ‘এই দল নিয়েই তো এই কোচই দুই বছরে ৮টি শিরোপা জিতেছে! প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে! আমরা তো মাত্র জানুয়ারিতে রয়েছি। সামনে এখনও অনেক সময় বাকি। শেষ পর্যন্ত কী হয় সেটাই নয় দেখি আমরা!’

রিয়ালের চরিত্রও কিছুটা বর্ণনা করেচেন হিয়েরো। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ মানেই যেন প্রতিটি ম্যাচেই জিততে হবে। দ্বিতীয় হও তো সব কিছুই বৃথা। যত কিছুই হোক আমাদের আরও শান্ত হওয়া উচিৎ এবং শুভ বুদ্ধিও রাখা উচিৎ।’

(ওএস/এসপি/জানুয়ারি ১২, ২০১৮)