নিউজ ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০১৮ আজ শুক্রবার শুরু হয়েছে।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, এসএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ১ লাখ ৮৯৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। এদের মধ্যে ছাত্র ৬২ হাজার ২২৩ জন ও ছাত্রী ৩৮ হাজার ৬৭৩ জন।

আরও বলা হয়, সারাদেশে ৩৬১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুক্র ও শনিবার সকাল ও বিকেলে হবে। আগামী ২ মার্চ শুক্রবার পরীক্ষা শেষ হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ১২, ২০১৮)