স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ শনিবার। রাতে বিএনপি চেয়ারপারসন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বসছেন। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

গত মঙ্গলবার বিকালে নয়াপল্টনে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘আগামী শনিবার দলের স্থায়ী কমিটির মিটিংয়ের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ গত ৪ জানুয়ারি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে পাঁচ দিন পর ঘোষণা হয়েছে তফসিল যেখানে প্রার্থিতা জমা দেয়ার শেষ সময় নির্ধারণ হয়েছে ১৮ জানুয়ারি।

তবে তফসিলের আগে থেকেই আওয়ামী লীগের প্রার্থী দাবি করে জনসংযোগ চালিয়ে যাচ্ছে গার্মেন্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম। প্রথানমন্ত্রী শেখ হাসিনা কাজ চালিয়ে যেতে বলেছেন বলে দাবি করেছেন আতিকুল।

বিএনপি এখানে ২০১৫ সালের এপ্রিলের ভোটের প্রার্থী তাবিথ আউয়ালকেই ধানের শীষ প্রতীক দেবে বলে প্রচার আছে। আবার এখানে জোটের শরিক জামায়াতে ইসলামীও একজনকে প্রার্থী হিসেবে ঠিক করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘গত সোমবার রাতে ২০ দলীয় জোটের বৈঠকে জোটের শীর্ষ নেতারা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব বিএনপি চেয়ারপাররসন খালেদা জিয়াকে দিয়েছেন। তারা বলেছেন, বিএনপি চেয়ারপারসন যাকে মনোনয়ন দেবেন, জোট তাকেই সমর্থন দেবে।’

(ওএস/এসপি/জানুয়ারি ১৩, ২০১৮)