কোপেনহেগেন, ডেনমার্ক : ডেনমার্ক এর কোপেনহেগেন এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারী উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে।  

ডেনমার্ক আওয়ামী লীগ এর সভাপতি ইকবাল হোসেন মিঠু এর সভাপতিত্বে মোহামদ ইউসুফ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। অনেকটা সমার্থক হয়ে উঠেছে শব্দ দুটো। বাংলাদেশের কথা যখন আমরা বলি, তখন মনের আয়নায় ভেসে উঠে বাংলাদেশের সবুজ পতাকা, মাঝে লাল সূর্যের মাঝে যেন জেগে উঠে এক জোতির্ময় পুরুষের প্রতিচ্ছবি। তিনি আর কেউ নন, জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু জাতির জনকের প্রত্যাবর্তন ছাড়া বাংলাদেশের বিজয় অসম্পূর্ণ ছিল। জাতির জনকের সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার হোক।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , সাংগঠনিক সম্পদক মোতালেব ভূঁইয়া, মোহাম্মদ ইউসুফ, হিল্লোল বড়ুয়া, পরিবেশ সম্পাদক ফাহমিদ আল মাহিদ, প্রচার সম্পাদক আহসান উজ্জামান, আবদুল আল জাহিদ, কবির আহমেদ, কোহিনুর আখতার মুকুল, শামসুল আলম চৌধুরী, আবু আশরাফ মোহাম্মদ সাইফুল্লাহ, নিহারুল ইসলাম রুম্মান, মোহাম্মদ রাব্বী, কচি মিয়া, সুমন দাশ, মাহফুজুর রহমান নয়ন এ কিউ এম হ্যাপী, সবুজ মল্লিক, শাহীন মিয়া, মোকলেসুর রহমান, দেবাশিস বড়ুয়া মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন ইয়াকিন , সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ, রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া সহ প্রমুখ।

(বিবি/এসপি/জানুয়ারি ১৩, ২০১৮)