দিনাজপুর প্রতিনিধি : শিশু-কিশোরদের সৃজনশীল, বুদ্ধিবৃত্তি, বিজ্ঞান মনোস্ক জ্ঞানঅর্জনসহ শিক্ষাদীক্ষায় যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে শুক্রবার (১২জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় গ্রীণল্যান্ড মডেল স্কুলের উদ্যোগে বিদ্যালয় চত্বরে আয়োজিত মা ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেনা বিদ্যালয়ের অধ্যক্ষ প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন মন্ডল।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. আমিনুল হক সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, পুখুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য প্রভাষক মাসুমা পারভীন বেবী, মোছা. ইসমত আরা খাতুন, বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান, নাঈনুল ইসলাম নবাব, তাঞ্জিনা আক্তার প্রমুখ।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীণল্যান্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মরিয়ম বেগম ও নির্বাহী পরিচালক প্রভাষক মোকররম হোসেন বিদ্যুৎ। অনুষ্ঠানে দু’শতাধিক মা ও অভিভাবক অংশ নেন।

(এসিজি/এসপি/জানুয়ারি ১৩, ২০১৮)