রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :  আজ শনিবার বিকালে কুড়িগ্রামের রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। 

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম এলাকার পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম (৪০) এর বাড়ি সংলগ্ন পার্শ্ববর্তী কিশামত নাখেন্দা এলাকার বাদশা মিয়ার জমিতে আলু চাষ করা হয়।

ঘটনার দিন বিকাল ৪টায় ওই পল্লী চিকিৎসকের ছাগল আলু ক্ষেত বিনষ্ট করলে উভয়ের মধ্যে কথাকাঁটাকাঁটি হয়। একপর্যায়ে বাদশা মিয়া ও তার লোকজন পল্লী চিকিৎসক আমিনুলকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। পরে এলাকাবাসীরা ছুটে আসলে প্রতিপক্ষ হামলাকারীরা কৌশলে পালিয়ে যায়।

এসময় এলাকাবাসীরা চিকিৎসক আমিনুলকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার প্রস্তুতির সময় সে মারা যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরুতহাল করার পর ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(পিএমএস/এসপি/জানুয়ারি ১৩, ২০১৮)