পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ডুবোচরে আটকা পড়েছে ঢাকাগামী ৪টি লঞ্চ। শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর লোহালিয়ার একটি ডুবোচরে এসব লঞ্চ যাত্রী নিয়ে আটকা পড়ে। এ চারটি লঞ্চে অন্তত ৫ হাজার যাত্রী রয়েছেন।

লঞ্চগুলো হচ্ছে- ঢাকাগামী এমভি সুন্দরবন-৯, এমভি সাত্তার খান, এমভি জামাল-৫ ও এমভি জামাল-৬। লঞ্চগুলো যাত্রী নিয়ে লোহালিয়ার ডুবোচরে আটকা পড়ে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালীর নৌবন্দরের এক কর্মকর্তা।

তবে এ কর্মকর্তা বলেছেন, চারটি লঞ্চে অন্তত ৫ হাজার যাত্রী রয়েছে। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নদীতে জোয়ার আশার সঙ্গে সঙ্গে আটকা পড়া লঞ্চগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এ বিষয়ে আটকা পড়া এমভি সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. আব্দুর রাজ্জাক বলেন, পটুয়াখালীর লোহালিয়ার ঝিলনা এলাকায় চারটি লঞ্চ আটকা পড়েছে। এর মধ্যে সুন্দরবন-৯ লঞ্চই ছাড়াও ঢাকাগামী সত্তর খান, জামাল-৫ ও জামাল-৬ লঞ্চ রয়েছে।

জানতে চাইলে পটুয়াখালী নদী বন্দরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সব লঞ্চের ইনচার্জের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, ভাটার কারণে চারটি লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। কিছুক্ষণ পর জোয়ার শুরু হতে পারে। জোয়ার শুরু হলে লঞ্চগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তবে লঞ্চের যাত্রীদের কোনো সমস্যা হয়নি। তারা সবাই নিরাপদে আছেন।

(ওএস/এসপি/জানুয়ারি ১৩, ২০১৮)