রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : সারাদেশের মত শৈত্যপ্রবাহের প্রভাবে তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন রায়পুর উপজেলার চরাঞ্চলের দুস্থ মানুষ। 

শনি ও রবিবার উপজেলার চরবাংশী ইউনিয়ের চরকাচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সোনাপুর ইউনিয়নের রাখালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক ভাবে চার শতাধিক অসহায় ও দুস্থ্যদের শীতবস্ত্র দিয়ে পাশে দাঁড়িয়েছেন রায়পুর শাখার মিচুয়াল ট্রাস্ট ব্যাংক।

এসময় শীতের কম্বল তুলে দেন রায়পুর শাখার ম্যানেজার মো. জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়, ইউপি চেয়ারম্যান আবু ছালে মিন্টু ফরাজি, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্বাস উদ্দিন পাটওয়ারী, আক্তারুজ জামানসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপিরগণ।

এ সময় মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের রায়পুর শাখার ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নির্দেশে শীতার্ত মানুষের মধ্যে বাৎসরিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর ব্যাংক এ কাজটি করে থাকে।

(এমআরএস/এসপি/জানুয়ারি ১৪, ২০১৮)