ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম পিপিএম (বার) বলেছেন মাদকের ব্যাপারে পুলিশ বিন্দুমাত্র ছাড় দেবেনা। জঙ্গীবাদ মাদক সন্ত্রাস থেকে এ দেশকে মুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এ স্বাধীন দেশে মাদক জঙ্গীবাদের কোন ঠাঁই হবেনা।

গতকাল শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সিসি ক্যামেরায় আওতায় এনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখায় পুনরায় বিপিএম (বার) পদক পাওয়ায় ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম পিপিএম, বিপিএমকে ত্রিশাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রিশাল প্রেসক্লাব সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, নারী ভাইস চেয়ারম্যান লুৎফুন নেছা বিউটি, সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন, ওসি জাকিউর রহমান, ওসি (তদন্ত) ফাইজুর রহমান, যমুনা টিভির ব্যুরো চিফ হোসাইন শাহীদ, ডিবিসি টিভির ব্যুরো চিফ আশরাফ সিজেল প্রমুখ।

(এমএন/এসপি/জানুয়ারি ১৪, ২০১৮)