ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আজ দুপুর দেড়টায় ঢাকা আরিচা মহা সড়কের ধামরাই ঢুলিভীটায় গাবতলী থেকে ছেড়ে আসা সুয়াপুর গামী যাত্রীবোঝাই একটি বাস দি একমি ঔষধ কোম্পানির সামনে এসে নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কের পাশে গীবর জলাশয়ে ডুবে যায়।

এসময় একজন মহিলা যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।তার নাম শিল্পী (৪৫) স্বামীর নাম কোরবান আলী বাড়ি ধামরাইয়ের ঘোড়াকান্দা গ্রামে বলে জানান নিহতের আত্মীয় মজিরন।

আহত হয়েছে ৩৫ জন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জন সাধারন ,পুলিশ উদ্ধার করে ধামরাই হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সাহেব আলী বলেন, তারা এক জন মহিলার লাশ উদ্ধার করে ধামরাই সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন বলে।উদ্ধার শেষে বিস্তারিত জানাে যাবে বলেন।

এসময় দুর্ঘটনাস্থলের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।হাজারো উৎসুক জনতার ভীড় জমে মহা সড়কে ব্যাপক যানজটরে সৃষ্টি করে।

এদিকে উপস্থিত লোকজন ও স্বজনরা দাবি করছেন ডুবন্ত বাসে আরো দুইজন নিখোজ রয়েছে।

ধামরাই থানার পুলিশ ডুবন্ত বাসটি রেকার দিয়ে উদ্ধার করে উপরে তুরে আনে। এসময় আর কোনো লাশ পাওয়া যায়নি। এরপরে ধামরাই ফায়ার সার্ভিসের ডুবুরিরা জলশয়ে তাদের খোঁজছে।

(ডিসিপি/এসপি/জানুয়ারি ১৪, ২০১৮)