বাগেরহাট প্রতিনিধি : বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাজস্ব খাত হতে প্রদানের দাবিতে বাগেরহাটে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বাগেরহাট পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ এ পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।

একইভাবে বাগেরহাট জেলার মোংলা ও মোরেলগঞ্জ পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে।

বাগেরহাটে কর্মবিরতি পালনের সময় বক্তব্য দেন, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, খুলনা বিভাগীয় উপদেষ্টা মোহাম্মদ রেজাউল করিম, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, সুব্রত কুমার সোমাদ্দার, মো. জামসেদ আলী, সেলিশ ফকির, সানজিরা বেগম প্রমুখ।

(এসএকে/এসপি/জানুয়ারি ১৫, ২০১৮)