বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত করণ ও অনুদান ভুক্ত মাদ্রাসায় জাতীয় স্কেল প্রদানের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. শামসুল আলম।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের বাগেরহাট জেলা কমিটির সভাপতি হাফেজ আব্দুর রহমান শেখের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের বাগেরহাট জেলা কমিটির সাধারন সম্পাদক মো. নওশের আলী, সদর থানা সভাপতি শেখ ফরিদ, রেজাউল করিম, হাফেজ বিল্লাল হোসেন, জামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা সরকারের কাছে অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত করণ এবং অনুদান ভুক্ত মাদ্রাসা জাতীয় স্কেল প্রদানের জোর দাবী জানান।

আলোচনা সভায় বাগেরহাট জেলার ৯টি উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

(এসএকে/এসপি/জানুয়ারি ১৫, ২০১৮)