নাটোর প্রতিনিধি : সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রাপ্তির দাবিতে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দুইদিন ব্যাপি কর্ম-বিরতি পালন করেছে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পৌর-সভা চত্বরে কর্মবিরতি পালন করে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন ।

এ সময় বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের গোপালপুর পৌর শাখার সভাপতি আনিছুর রহমান বলেন, আমরা গত ৫ মাস যাবত কোন বেতন পাইনা, আমাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। দুই দিনের মধ্যে আমাদের এক দফা এক দাবি মাননীয় প্রধানমন্ত্রী মেনে না নিলে দুই দিন পর থেকে অনির্দিষ্ট কালের জন্য আমরা কর্মবিরতি পালন করবো।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোপালপুর পৌর অ্যাসোসিয়েশন শাখার সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, সহ-সভাপতি সহিদুল ইসলাম, কোষাধক্ষ্য ইয়াহিয়া, নাটোর জেলা শাখার সদস্য জুয়েল হোসেন প্রমুখ।

(এডিকে/এসপি/জানুয়ারি ১৫, ২০১৮)