কিশোরগঞ্জ প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী মায়েদেরকে সম্মানিত করেছেন। সন্তানের পরিচয়ে পিতার পাশাপাশি মায়ের পরিচয়ও সন্নিবেশিত করেছেন। তিনি আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জে জাতীয় মহিলা সংস্থার জেলা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, মায়েদেরকে অর্থনৈতিক মুক্তি না দিলে, পরিবারে সম্মান না দিলে শুধু শুধু মায়ের পায়ের নিচে বেহেস্ত এ কথা বলে কোন লাভ নেই।

জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম খালেদা ফেন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে দিলারা বেগম আসমা এমপি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম বক্তব্য রাখেন। এ সময় জাতীয় মহিলা সংস্থার অতিরিক্ত সচিব নাজনীন বেগম, কিশোরগঞ্জ জেলা প্রশাসক এস.এম. আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রায় তিন কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ পাঁচতলা বিশিষ্ট কমপ্লেক্সটি নির্মাণ করেছে। এরমধ্যে রয়েছে অডিটোরিয়াম, দুটি প্রশিক্ষণ কক্ষ ও চারটি অফিস কক্ষ।

(পিকেএস/অ/জুলাই ০৪, ২০১৪)