সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশ বরণ্য মিডিয়া ব্যক্তিত্ব ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে তাড়াশে ভোরের কাগজ পাঠক ফোরামের উদ্যোদে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ- ৩ তাড়াশ-রায়গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন এমপির প্রতিনিধি তার কনিষ্ঠ পুত্র ম.ম. জর্জিায়াস মিলন রুবেল, তাড়াশ মুক্তিযোদ্ধা কমান্ডের ডিপুটি কমান্ডার গাজী সাইদুর রহমান সাজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান হোসেন বিএ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মির্জা আকবর আলী মাস্টার, উপজেলা মানবাধিকার কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক আবু বক্কার সিদ্দিক, ভোরের কাগজ পাঠক ভোরের ফোরামের সভাপতি মোজাম্মেল হক মাসুদ, পাঠক ফোরামের সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সভাপতি আমিরুল ইসলাম জ্যোতি মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তাপস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ভিপি আছাব আলী কিরণ,তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সনাতন দাশ, এম আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ প্রেসক্লাবের আহবায়ক গোলাম রাব্বানি সুর্য্য, তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মির্জা ফারুক আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল বারী খন্দকার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ভোরের কাগজ তাড়াশ প্রতিনিধি এম মামুন হুসাইন। বক্তাগণ বলেন অবিলম্বে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা প্রত্যাহার করতে হবে এবং তার জীবনের পুর্ণ নিরাপত্তা দিতে হবে। যারা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে।

(এমএসএম/এসপি/জানুয়ারি ১৬, ২০১৮)