স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় এসআরএস সিএনজি স্টেশনে পাজেরো জিপে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে একজন অগ্নিদগ্ধ ও দুইজন আহত হয়েছেন।

এ ছাড়া পাজেরো জিপের সামনের অংশের বেশখানিকটা পুড়ে গেছে।

এ ঘটনায় সিএনজি স্টেশনের স্টাফ এখলাছ উদ্দিন অগ্নিদগ্ধ ও হারুনুর রশিদ এবং শেখ আব্দুল্লাহ বাবুল নামে দুইজন আহত হয়েছেন।

উত্তরার আব্দুল্লাহপুরে শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার দিতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে আরএসআর সিএনজি স্টেশনের নজেলম্যান (স্টাফ) মো. এখলাছ উদ্দিন জানান, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকার মালিবাগ থেকে আসা পাজেরো (ঢাকা মেট্রো-ঘ-১১-৪৭০২) জিপের সিলিন্ডারে তিনি গ্যাস ভর্তি করছিলেন। এ সময় হঠাৎ করেই গ্যাসের নজেল ছিদ্র হয়ে আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে পাজেরো জিপের সামনের অংশে ও সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন।

তিনি জানান, এতে করে তার মাথার চুল ও দুই হাত পুড়ে যায়। এ ছাড়া জিপে থাকা দুই আরোহী হারুনুর রশিদ ও শেখ আব্দুল্যাহ বাবুল আহত হন।

স্থানীয় লোকজন সিলিন্ডারের গ্যাস ও আগুন বালু দিয়ে নেভানোর চেষ্টা চালান।

পাজেরো জিপের মালিক ব্যবসায়ী হারুনুর রশিদ জানান, আরএসআর সিএনজি স্টেশনে গাড়িতে গ্যাস নেওয়ার সময় গ্যাস দেওয়ার নজেল লিক (ছিদ্র) হলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তারা গুলশান থেকে উত্তরায় আসেন। তিনি একজন মেডিসিন ইক্যুইমেন্ট ব্যবসায়ী। আগুনে তার পাজেরো জিপের সামনের অংশের বেশ খানিকটা পুড়ে গেছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(ওএস/এটিআর/জুলাই ০৪, ২০১৪)