উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের সামনে ১৪২৬ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

গ্রেফতারকৃতরা হলেন- জয়নাল আবেদীন (২৪), সজীব হোসেন (২৫), আবদুর রহিম (২২) ।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিটিউট ও হাসপাতালের সামনে একটি ট্রাক (পাবনা ট-১১-০২৯৩) কে থামার জন্য সংকেত দিলে ট্রাক রেখে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। এসময়ট্রাকের কেবিন তল্লাশী করে ১৪২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী যশোরের বেনাপোল থেকে ফেনসিডিল এনে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবসা করে আসছে। এজন্য মাদক ব্যবসায়ীদের উপর নজরদারী বৃদ্ধি করা হয়। আজ বুধবার জানা যায় ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যবসায়ী বেনাপোল থেকে ট্রাকে করে রাজধানীতে নিয়ে আসতেছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি জয়নাল আবেদীন একজন ট্রাকচালক । বাকি দুইজন উভয়ই মাদক ব্যবসায়ী। আসামিরা পূর্ব পরিচিত হওয়ার সুত্র ধরে রাতারাতি বড়লোক হবার নেশায় যশোরের সীমান্ত এলাকা খেকে ফেনসিডিল কিনে উচ্চদামে ঢাকায় এনে বিক্রি করে।

(এফকে/এসপি/জানুয়ারি ১৭, ২০১৮)