স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন আটকে যাওয়ার পেছনে সরাকারের হাত দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, সরকার চায়নি জাতীয় নির্বাচনে আগে রাজধানীতে তাদের পরাজয় হোক। এ কারণে এই কাজটি করানো হয়েছে।

বুধবার পুরান ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়ার মামলায় হাজিরার সময় উপস্থিত সাংবাদিকদের একথা বলেন ফখরুল।

আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ ধরে ১৮ জানুয়ারির মধ্যে প্রার্থিতা জমার সময় নির্দিষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন। আওয়ামী লীগ ও বিএনপি তাদের মেয়র প্রার্থী ঘোষণা করে দুই সিটিতে ৩৬ কাউন্সিলর পদে প্রার্থীর নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল তখন ভোট স্থগিতে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। আর বুধবার এক আদেশে ভোট তিন মাসের জন্য স্থগিত করে উচ্চ আদালত।

যে দুই জন এই রিট আবেদন করেছেন, তাদের মধ্যে একজন আবার বিএনপি নেতা। তিনি ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

আতাউর জানিয়েছেন, তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা না বলে রিট করেছেন আর রিট করার পর বিএনপির কেউ তার সঙ্গে কথা বলেনি।

ভোট স্থগিতের পেছনে সরকারের যোগসাজস আছে কি না- এমন প্রশ্নে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সব কিছুতে সরকারের যোগসাজস আবিষ্কার করেন কেন? ‘যোগসাজস কথাটি ভালো না। আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না।’

এর জবাবে বিএনপি মহাসচিব এতে সরকারের হাত আছে বলে দাবি করেন।

‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ জিততে পারবে না বলেই নির্বাচন স্থগিত করা হয়েছে।’

ভোট স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনেরও দায় আছে বলে মনে করেন ফখরুল। বলেন, ‘নির্বাচন স্থগিত হওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা। তারা (ইসি) সবকিছু এলিমেন্ট ঠিকঠাক করে তফসিল ঘোষণা করতে পারেনি। সেই সুযোগটা সরকার নিয়েছে।’

‘তারা (নির্বাচন কমিশন) কিছু ইউনিয়নের সীমানা নির্ধারণ না করেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।’

(ওএস/এসপি/জানুয়ারি ১৮, ২০১৮)