সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত এক চালকের মুক্তির দাবিতে পরিবহন শ্রমিক সংগঠনগুলোর ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

শনিবার সকাল ৬টা থেকে জেলার অভ্যন্তরীণ ১০টি রুটে চার শ্রমিক সংগঠনের ডাকা এ ধর্মঘট শুরু হয়।
আঞ্চলিক সড়কগুলো হচ্ছে, সুনামগঞ্জ-সিলেট সড়ক, মদনপুর-দিরাই সড়ক, মদনপুর-জামালগঞ্জ সড়ক, সুনাসগঞ্জ-ছাতক সড়ক, সুনামগঞ্জ দোয়ারাবাজার সড়ক, ছাতক পাইগাঁও সড়ক, কৈতক-ভাতগাঁও সড়ক ও বড়কাপন- শ্রীপুর সড়ক।
এদিকে, ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে গাড়ি না থাক‍া পায়ে হেঁটে ও বিকল্প উপায়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অবস্থান করছে।।
গত ৩০ জুন ভ্রাম্যমাণ আদালত কাশেম নামের এক চালককে এক মাসের কারাদণ্ড দেন। তার মুত্তির দাবিতে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের মাইকিং করে ধর্মঘটের ডাক দেয় পরিবহন সংগঠনগুলো।
(ওএস/এএস/জুলাই ০৫, ২০১৪)