স্টাফ রিপোর্টার : দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসার ইবতেদায়ী শাখা ও উক্ত শাখার শিক্ষক-শিক্ষিকাগণকে জাতীয়করণের এক দফা এক দাবি জানান বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা টিচার্স সোসাইটি।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা টিচার্স সোসাইটি উদ্যোগে এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠঠানের মত শিক্ষা প্রদান করে আসলেও আমাদের সাথে বেতন বৈষম্য করা হচ্ছে। আমরাও মানুষ। আমাদেরও পরিবার পরিজন আছে। জীবন ব্যবস্থা আজ অসহনিয় হয়ে পড়েছে।

তারা আও বলেন, আমরা বাংলাদেশের নাগরিক। সরকার আমাদের প্রতি আন্তরিক হলেই বিশাল জনসংখ্যার এই ইবতেদায়ী শিক্ষক সমাজ তাদের মর্যাদার সাথে সাথে সুষ্ঠু জীবন ব্যবস্থাও সুন্দর হবে। আমাদের জাতীয় করণ করা হলে আমরা দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসার ইবতেদায়ীর শিক্ষার্থীদের সমাজ-রাষ্ট্রের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।

উক্ত মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, মহাসচিব মো. মোকছেদুর রহমান দুলুসহ বিভিন্ন শ্রেনিপেশার ব্যক্তিবর্গ।

(পিআর/এসপি/জানুয়ারি ১৮, ২০১৮)